ॐ सभा-য় আপনাদের জানাই স্বাগতম <> Facebook Page www.facebook.com/omsabha <> Facebook Group www.facebook.com/groups/OmSabha <> Blog,Page,Group থেকে বিনা অনুমতিতে লেখা নিলে আইনত অপরাধ বলে গণ্য হবে। <> সকল স্বত্ব ॐ सभा -র দ্বারা সংরক্ষিত ।

Tuesday, December 31, 2013

Jo Dar Gaya Samjho Woh Mar Gaya




স্বামীজীর একটা গল্প মনে পড়ছে।
ভেড়ার পালের সঙ্গে শৈশব অবস্থা থেকে থাকতে থাকতে এক সিংহ শিশু ভেড়ার মত ভীরু স্বভাব বিশিষ্ট প্রাণীতে পরিণত হয়েছিল। তার শরীরটি ছিল সিংহ -এর ,কিন্তু মনটি ছিল ভেড়ার।
তাই সিংহ সুলভ শিকার না করে সে ভেড়ার মতই ভেড়ার পালের মধ্যে মাঠে ঘাটে চরে বেড়াতো। পরিশেষে এক বাহিরে ও ভেতরে ---প্রকৃত অর্থের অরণ্য বাসী সিংহ -এর সংস্পর্শে সেই মেষ -মন্য সিংহটি তার ভেড়ুয়া ভাব ত্যাগ করে সিংহ -ত্বে উপনীত হয়।

১০০০ বছর ধরে বিদেশী অভারতীয় রিলিজিয়নগুলির শাসনে ,দমনে, অপপ্রচারে বিভ্রান্ত হয়ে হিন্দু জাতির- ও আজ ওই ভেড়ার মত অবস্থা হয়েছে। এমনকি অধিকাংশ হিন্দুর বাসভূমি ভারতের কিছু হিন্দুর মধ্যে (মুলতঃ বাঙালি হিন্দুর মধ্যে) এই দাস সুলভ হীনমন্যতা ও ভীরুতা বেশি কাজ করে। বাংলাদেশ,পাকিস্তান,আফগানিস্তান বা শ্রীলঙ্কার কথা না তোলাই ভাল। তারা যেটুকু আন্দোলন করছেন, তা তাঁদের হিসেবে প্রশংসাযোগ্য। কিন্তু মনে রাখতে হবে শেষ পর্যন্ত ভারতীয় হিন্দুদেরকেই পথ প্রদর্শকের প্রধান দায়িত্ব নিতে হবে । এই উপমহাদেশের হিন্দুদের তো বটেই , সারা বিশ্বের পথ প্রদর্শক হিসেবে জগদ্গুরুর আসনে বসতে হবে ভারতের হিন্দু বীরদেরই এবং তাঁদেরকে কমপক্ষে বৃহত্তর হিন্দু জাতির (অর্থাৎ হিন্দু- বৌদ্ধ- শিখ- জৈন) সাংস্কৃতিক ঐতিহ্যের অনুসারী হতেই হবে।

এই বৃহত্তর হিন্দু জাতির মধ্যে কোন এক বা একাধিক বীর -সিংহ -এর আবির্ভাব আজ বড় প্রয়োজন। যতদিন তাঁদের আগমন না হয়, হিন্দুদের কর্তব্য বীরত্বের সাধনা করা। সাধনার আকর্ষণেই মহান সত্তার অবতরণ ঘটে। জ্ঞানযোগ- কর্মযোগ-ভক্তিযোগ-রাজযোগ,  দ্বৈত- অদ্বৈত , সাকার -নিরাকার,  নির্বাণ- কৈবল্য- ব্রজ, প্রেম- অলখ-নিরঞ্জন ----- সব ভাবের, সব চিরাচরিত সাধন রীতির কেন্দ্রে স্ফুরিত হোক বীর্যবত্তা।
পরিত্যক্ত হোক অহর্নিশি ছিঁচকাঁদুনে ভাব তথা তামসিক সুযোগ বিলাসী উদাসীনতা । যত এই তামসিকতার চর্চা বাড়বে, হিন্দু তত অধঃপাতে যাবে, শেষে ভয় পেয়ে হার্ট ফেল করে সুখী গৃহ কোণে মরে পড়ে থাকবে। অপরের আঘাতের- ও আর প্রয়োজন হবে না। এই জন্য-ই স্বামীজি নিরন্তর জ্বলন্ত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সঙ্গ করতে বলতেন।

সনাতন হিন্দু ধর্ম ও সংস্কৃতির অনুরাগী, ভক্ত, প্রচারক, গ্রুপ ও পেজ এডমিন ----সকলকেই আগামী বৎসরেগুলিতে এই সাধনার দিকে অল্প অল্প করে অগ্রসর হতে অনুরোধ করি ।

সনাতন হিন্দু ধর্মের জয় হোক।   বৃহত্তর হিন্দু ঐক্য জোরদার হোক।

সঞ্চালক: দেবাশীষ সিংহ ( https://www.facebook.com/sridebasishsingha )

ॐ सभा - Om Sabha - ওঁ সভা পশ্চিমবঙ্গ ,ভারত

No comments:

Post a Comment

Facebook Comment

আজকের তারিখ