ॐ सभा-য় আপনাদের জানাই স্বাগতম <> Facebook Page www.facebook.com/omsabha <> Facebook Group www.facebook.com/groups/OmSabha <> Blog,Page,Group থেকে বিনা অনুমতিতে লেখা নিলে আইনত অপরাধ বলে গণ্য হবে। <> সকল স্বত্ব ॐ सभा -র দ্বারা সংরক্ষিত ।

Thursday, September 20, 2012

রাবণ ও মন্দোদরীর কন্যা সীতা

রাবণ ও মন্দোদরীর  কন্যা সীতা 



বাল্মীকি রচিত অদ্ভুত রামায়ণ  -  এর বর্ণনা অনুযায়ী : রাবণ ঋষিদের হত্যা করে তাঁদের রক্ত একটি বৃহৎ কলসে সঞ্চয় করে রাখতেন। ঋষি গৃৎসমদ দেবী লক্ষ্মীকেকন্যারূপে পাওয়ার জন্য তপস্যা করছিলেন। তিনি দর্ভ ঘাস থেকে দুগ্ধ সংগ্রহ করে তা মন্ত্রপূত করে একটি পাত্রে সঞ্চয় করছিলেন যাতে লক্ষ্মী সেখানে অবতীর্ণ হতে পারেন। রাবণ এই দুগ্ধ ঋষিরক্তের কলসে ঢেলে দেন। ঋষিরক্তকে বলা হয় সকল বিষের চেয়েও বিষাক্ত। মন্দোদরী রাবণের অপকর্মে মর্মাহত হয়ে তাই এই বিষাক্ত রক্ত পান করে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। কিন্তু রক্ত পান করার ফলে গৃৎসমদ সঞ্চিত দুগ্ধের প্রভাবে তিনি গর্ভবতী হয়ে পড়েন। লক্ষ্মী তাঁর গর্ভে প্রবেশ করেন। মন্দোদরী তাঁর কন্যার ভ্রুণটি কুরুক্ষেত্রে মাটির তলায় প্রোথিত করেন। রাজা জনক তা আবিষ্কার করেন এবং কন্যার নাম রাখেন সীতা।
The Adbhuta Ramayana narrates: Ravana used to store the blood of sages he killed in a large pot. The sage Gritsamada was practicing penance to acquire the goddess Lakshmi as his daughter. He stored milk from Darbha grass and purified it with mantras in a pot so that Lakshmi would inhabit it. Ravana poured the milk from this pot into his blood pot. Mandodari is frustrated seeing the evil deeds of Ravana, so she decides to commit suicide by drinking the contents of the blood-pot, which is described to be more poisonous than poison. Instead of dying, Mandodari gets pregnant with the incarnation of Lakshmi due to the power of Gritsamada's milk. Mandodari buries the foetus in Kurukshetra, where it is discovered by Janaka, who named her Sita.

দেবীভাগবত পুরাণ  - এ বলা হয়েছে : রাবণ যখন মন্দোদরীকে বিবাহ করতে চান, তখন ময়াসুর রাবণকে সাবধান করে বলেন যে, মন্দোদরীর কোষ্ঠীতে আছে, তাঁর প্রথম সন্তান তাঁর বংশের ধ্বংসের কারণ হবে। তাই এই সন্তানটিকে জন্মমাত্রই হত্যা করতে হবে। ময়াসুরের উপদেশ অগ্রাহ্য করে রাবণ মন্দোদরীর প্রথম সন্তানকে একটি ঝুড়িতে করে জনকের নগরীতে রেখে আসেন। জনক তাঁকে দেখতে পান এবং সীতারূপে পালন করেন।
The Devi Bhagavata Purana says: When Ravana wants to marry Mandodari, Maya warns him that her horoscope indicated her first-born would destroy her clan and should be killed. Ignoring Maya's advice, Ravana buries his first child by Mandodari in a casket in Janaka’s city, where it is discovered and grew up as Sita.

বাসুদেবহিন্দি, উত্তর পুরাণ  ইত্যাদি জৈন রামায়ণ এও সীতাকে রাবণ ও মন্দোদরীর কন্যা বলা হয়েছে। এই সব গ্রন্থেও আছে যে, সীতা রাবণ ও তাঁর বংশের ধ্বংসের কারণ হবেন বলে ভবিষ্যৎবাণী করা হয়েছিল বলে, রাবণ তাঁকে পরিত্যাগ করেন।
Jain adaptations of the Ramayana like VasudevahindiUttara-purana, and others also state that Sita is the daughter of Ravana and Mandodari, and is abandoned when she is prophesied to be the cause of the end of Ravana and his family.

মালয় সেরি রামা ও জাভানিজ রামা কেলিং   গ্রন্থে রয়েছে,  রাবণ রামের মা মন্দোদরীকে বিবাহ করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর পরিবর্তে তাঁরই মতো দেখতে এক ছদ্ম-মন্দোদরীকে রাবণ বিবাহ করেন। রামের পিতা সেই ছদ্ম-মন্দোদরীকে সম্ভোগ করেছিলেন। তাঁর ঔরসে ছদ্ম-মন্দোদরীর গর্ভে সীতার জন্ম হয়। এইভাবে সীতা নামেমাত্র রাবণের কন্যারূপে পরিচিত হন।
In the Indonesian-Malay Seri Rama and the Indonesian-Javanese Rama Keling, Ravana wants to possess Mandodari, the mother of Rama, but instead marries a pseudo-Mandodari, who looks like the real one. Rama's father has a union with this pseudo-Mandodari, resulting in the birth of Sita, who is nominally Ravana's daughter.

আনন্দ রামায়ণ  - অনুসারে রাজা পদ্মাক্ষের পদ্মা নামে এক কন্যা ছিল। তিনি ছিলেন লক্ষ্মীর অবতার। যখন পদ্মার বিবাহ স্থির হয়, তখন রাক্ষসরা রাজাকে হত্যা করে। শোকাহতা পদ্মা আগুনে ঝাঁপ দেন। রাবণ যখন পদ্মার দেহটি পান তখন তা পাঁচটি রত্নে পরিণত হয়েছিল। রাবণ একটি পেটিকায় ভরে সেটিকে লঙ্কায় নিয়ে আসেন। মন্দোদরী পেটিকা খুলে ভিতরে পদ্মাকে দেখতে পান। তিনি রাবণকে উপদেশ দেন পিতার মৃত্যুর কারণ দুর্ভাগিনী পদ্মা সহ পেটিকাটি জলে ভাসিয়ে দিতে। রাবণ যখন পেটিকার ঢাকনা বন্ধ করছিলেন, তখন পদ্মা রাবণকে অভিশাপ দিয়ে বলেন যে, তিনি লঙ্কায় ফিরে আসবেন এবং রাবণের মৃত্যুর কারণ হবেন। রাবণ পেটিকাটি জনকের নগরীতে প্রোথিত করেন। জনক পদ্মাকে পেয়ে সীতারূপে পালন করেন।
According to the Ananda Ramayana, king Padmaksha had a daughter named Padma - an incarnate of the goddess Lakshmi. When her marriage is organized, Rakshasas (demons) kill the king. The grief-stricken Padma jumps into fire. Ravana discovers her body, which had turned into five jewels, in the fire and takes it to Lanka sealed in a box. Mandodari opens the box and finds Padma inside it. She advises Ravana to cast off the box containing the ill-fated Padma, who led to the doom of her father. When the lid of the box is closed, Padma curses Ravana that she will return to Lanka and cause his doom. Ravana buries the box in the city of Janaka, who discovers Padma and brings her up as Sita.

প্রমাণ স্বরূপ :-
সুবল চন্দ্র মিত্র প্রণীত সরল বাংলা অভিধান 

আমাদের Facebook Group :- https://www.facebook.com/groups/219761644798963/

No comments:

Post a Comment

Facebook Comment

আজকের তারিখ