ॐ सभा-য় আপনাদের জানাই স্বাগতম <> Facebook Page www.facebook.com/omsabha <> Facebook Group www.facebook.com/groups/OmSabha <> Blog,Page,Group থেকে বিনা অনুমতিতে লেখা নিলে আইনত অপরাধ বলে গণ্য হবে। <> সকল স্বত্ব ॐ सभा -র দ্বারা সংরক্ষিত ।

Thursday, May 30, 2013

স্বামী বিবেকানন্দের রচনা থেকে বুদ্ধদেব

বুদ্ধদেব তখন তাদের প্রত্যেককে স্বতন্ত্রভাবে এই কথা বলেছিলেন, ‘তোমাদের আত্মগোষ্ঠী সবাই সত্যলাভের জন্য এক একটি পথ নির্দেশ করেছেন । উত্তম! কিন্তু তুমি নিজে কি ঈশ্বর দর্শন করেছ ? অথবা তোমাদের পিতা কিংবা পিতামহ কি ঈশ্বর দর্শন করেছেন ?’

‘না, তাঁরা কেউ দর্শন করেন করেননি, তাঁদের পিতা- পিতামহও ঈশ্বর দর্শন করেননি ।’

‘আচ্ছা , তোমাদের আচার্যদের মধ্যে কেউ কি ঈশ্বর দর্শন করেছেন?’

‘না, তাঁরাও ঈশ্বর দর্শন করেননি।’

সকলের মুখেই এক উত্তর । সকলেরই এক কথা । কেউ তারা ঈশ্বর দর্শন করেননি ।

তখন বুদ্ধদেব সেই পঞ্চ তরুণকে একটি উপাখ্যান শুনিয়েছিলেন ; বলেছিলেনঃ দেখ , একবার এক গ্রামে হঠাত কোথা থেকে একটি যুবক উপস্থিত হয়েছিল । সে কখনো কাঁদছে , কখনো বিলাপ করছে , কখনো চিৎকার করছে। বলছে ‘আহা আমি তাকে অত্যন্ত ভালোবাসি, নিবিড়ভাবে ভালোবাসি।’ তার চিৎকারে গ্রামবাসীরা বেরিয়ে এল। তাকে জিজ্ঞাসা করল ‘কাকে তুমি ভালবাসো? কে সে?’ ‘তা আমি জানি না।’ ‘কোথায় থাকে সে কন্যা? তার চেহারাই বা কেমন?’ ‘হায়, আমি সে – সব কিছুই জানি না। কোন সংবাদ রাখি না। শুধু এইটুকু জানি যে, আমি তাকে অত্যন্ত ভালবাসি।’

এখন এই যুবকটি সম্বন্ধে তোমাদের অভিমত কি-তা আমি জানতে চাই ।

তরুণগণ তখন সবাই একযোগে বলে উঠল, ‘কেন মশাই, ও তো একটি আস্ত নির্বোধ ! যাকে সে জানে না, চেনে না, যাকে কখনো দেখেনি- এমন একটি অবাস্তব মেয়ের জন্য যে চিৎকার করে বেড়াচ্ছে, তাকে একান্ত বেকুব ভিন্ন আর কি বলা যাবে?’

তখন বুদ্ধ বললেন, ‘তাহলে তোমরাও কি অনেকাংশে তাই নও! তোমরা নিজেরাই স্বীকার করছ যে, তোমরা কিংবা তোমাদের পিতা, পিতামহ কেউ কখনো ঈশ্বর দর্শন করেনি । ঈশ্বর- সম্বন্ধে প্রত্যক্ষ – জ্ঞান বংশপরম্পরায় তোমাদের কারও নেই । অথচ সেই ঈশ্বর নিয়েই তোমরা তর্ক করছ, পরস্পরের টুঁটি ছিঁড়ে ফেলতে চাইছ। একি পাগলামি নয়?’

তখন তরুণগণ বিব্রত হয়ে বুদ্ধকে প্রশ্ন করল, ‘তাহলে এখন আমাদের কি করা উচিৎ- তাই বলুন।’ বুদ্ধদেব বললেন, ‘বেশ, তবে শ্রবন কর। আচ্ছা তোমাদের পূর্বপুরুষগণ কখনো কি এমন কথা বলেছেন যে, ভগবান কোপন – স্বভাব, ভগবান অসৎ?’ ‘আজ্ঞে না, তেমন কথা তাঁরা কখনো বলেননি । তিনি চির- সৎ , চির- পবিত্র – এই তাঁরা বলেছেন।’

‘তাহলে হে তরুণগণ- তোমরা যদি কায়মনোবাক্যে সৎ হও , সর্বভাবে পবিত্র হও, তবেই ভগবানের সান্নিধ্যে পৌঁছাতে পারবে । তর্ক- বিতর্ক করে বা পরস্পরকে আক্রমণ করে ভগবান লাভ হয় না। অতএব আমার নির্দেশ এই যে – পবিত্র হও, সৎ হও। সর্বান্তঃকরণে অপরকে ভালবাস । ভগবানলাভের এই চিরন্তন পথ, অন্য পথ কিছু নাই।’

( স্বামী বিবেকানন্দের রচনা থেকে সংগৃহীত )

Sumon Basak
https://www.facebook.com/groups/OmSabha থেকে

No comments:

Post a Comment

Facebook Comment

আজকের তারিখ