যোগাসনে হে মহাযোগী
কে তুমি বসিয়া তরুতলে?
তপের তাপেতে শীর্ণ শরীর
শ্রীমুখেতে তবু জ্যোতি খেলে।।
হেরি রাজ টিকা ললাটে তোমার
মনে হয় বুঝি রাজার কুমার।
কাহার প্রাসাদ আঁধার করিয়া
ত্রিভুবন যোগী সাজিলে।।
ত্রিতাপ তাপিত জীবের উদ্ধার
করিতে তুমি কি আসিলে এবার?
প্রেম ও মৈত্রী করিতে প্রচার
সব আশা সুখ ত্যাগিলে।।
:-)
ReplyDeleteবীর সন্ন্যাসী লহ প্রণাম।
ReplyDeleteঅনেক অনেক ধন্যবাদ
Delete